নাটোরের লালপুরে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

রিয়াজ হোসেন (লিটু), নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার করিমপুর রেলগেট এলাকার গহর মার্কেটে অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে দোকানের মালামাল ও নগদ টাকাসহ দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকগণ জানান। বৃহস্পতিবার ১৪ এপ্রিল ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে নিউ ফ্যাশান টেইলার্স এন্ড ফেব্রিকস, জান্নাত ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার এবং ইব্রাহিম ডেকরেটরে এই দুর্ঘটনা ঘটে।

জান্নাত ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার এর মালিক সোহেল রানা জানান, ভোরে ধঁয়ার কুন্ডুলি দেখে স্থানীয় লোকজন আগুন লাগার বিষয়টি বুঝতে পারে। খবর পেয়ে বাগাতিপাড়া দমকল বাহিনির সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি দোকানের সমুদয় মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নাটোরের লালপুরে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত
Comments (0)
Add Comment