নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে পাবনার ৩৭৩ ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ স্বপ্নের ঘর। শনিবার দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন প্রেস বিফিং এ তথ্য জানান। প্রেস বিফিং এ জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২৯০৪ টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনার ৯ উপজেলা ৩৭৩ টি ঘর হস্তান্তর করা হবে।
পাবনায় মোট ৬৫৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ঠ ঘর জুনের মধ্যেই সম্পন্ন হবে। এর আগে পাবনায় দুই পর্বে ১৪২৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের ২দিন আগে দখল দেয়া হবে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লক্ষ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারী, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আকতার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বিবৃতি সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সহকারী কমিশনার নাজমুল সাদাত রত্ন প্রমূখ।