সাইফুর নিশাদ , নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার মনোহরদীতে চুরি হওয়া প্রায় ১৮ লাখ টাকার সিগারেটসহ আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার (২৩ এপ্রিল) আনুমানিক সকাল ৬টার দিকে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো ডিস্টিবিউটর জে.আর কর্পোরেশন লি. এর গোডাউন থেকে সিগারেট চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সকল তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুরের হাইমচরের পশ্চিম রামকৃষ্ণ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে রতন (৩০), নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার রূপসী কাজীপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে নূর ইসলাম (২৮), অহিদ মিয়ার ছেলে সিয়াম (১৯), সোনারগাঁও থানার সোনাপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো: মোফাজ্জল হোসেন (৪০) ও কাঁচপুর বাজার এলাকার হরিলাল সাহার ছেলে সুজন সাহা (৪২)। এ সময় সাহেব আলী পাঠান বলেন, মনোহরদীতে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো ডিস্টিবিউটর জে. আর কর্পোরেশন লি. এর গোডাউন থেকে ৯টি তালা ভেঙ্গে প্রায় ১৮ লাখ টাকার সিগারেট চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর চুরিকৃত সিগারেট উদ্ধার ও জড়িত চোরচক্রকে গ্রেপ্তারে অভিযানে নামে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা। তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে লুণ্ঠিত সিগারেট সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।