মো. হুমায়ুন কবির : আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় প্রতিবন্ধী কিশোরের বাবা অভিযোগ দায়ের করেছেন। প্রতিবন্ধী কিশোর ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তারী গ্রামের মুনসুর আলীর ছেলে বলে প্রাপ্ত সুত্রে জানা গেছে।
অভিযুক্ত আব্দুর রহিম একই ইউনিয়নের পুরাহাতা গ্রামের বাসিন্দা। ওই প্রতিবন্ধী কিশোরকে প্রায় সময়েই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কু-প্রস্তাব দিতো আব্দুর রহিম। অভিযুক্ত ঘটনারদিন খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুর রহিম নিজ বাড়ির কক্ষে নিয়ে যায় ওই কিশোরকে। বলাৎকার করার উদ্দেশ্যে ওই প্রতিবন্ধী কিশোরকে এক পর্যায়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে কুকাম সাড়ে।
স্থানীয়রা জানান, আব্দুর রহিম আগেও এ ধরনের কয়েকটি কাজ করেছে। ছেলেদের প্রতি সে আসক্তি । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা এবং জবানবন্দি রেকর্ডের জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়।