পাবনার মালিগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আব্দুস ছবুর পাবনা থেকে : শিশুর সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সারাদেশের ন্যায় পাবনাতেও জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় গতকাল সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ২নং মালিগাছা সরকারী বিদ্যালয় প্রঙ্গণে ৬-১১ মাস বয়সী ৩৫ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১১-৫৯ মাস বয়সী ২৭৬ শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পরিবার পরিকল্পনার এফ ডাব্লিউ এম সালমা বেগম (বীণা) এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী শাহিনা ইয়াসমিন, সহকারী পল্লী চিকিৎসক হোমিওপ্যাথি শরিফুল ইসলাম (বকুল) ও সেচ্ছাসেবক মেহেরুল ইসলাম এবং দৈনিক সিনসা পএিকার সাংবাদিক আব্দুস ছবুর প্রমুখ। পরিবার পরিকল্পনার এফ, ডাব্লিউ, এম সালমা বেগম (বীণা) সকল শিশুদের মায়ের প্রতি বলেন শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ান ও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো ও স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়। তিনি আরো বলেন অভাবজনিত রাতকানা রোগ ও অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে অর্জিত হার ধরে রাখা অথবা তা শূন্যের কোঠায় নামিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য। তাছাড়া এ ভিটামিন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন এ ক্যাপসুল দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এই কারণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী ভিটামিন এর অভাব পূরণে বছরে দুইবার সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

আপডেট নিউজ পাবনাআপডেট পাবনা জেলার নিউজজাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধনপাবনা
Comments (0)
Add Comment