আল এনায়েত করিম রনি কুড়িগ্রাম প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারি হাঁটা দিবস। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ে দিবসটি মূল্যায়নে সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর ইউএনও নিলুফা ইয়াসমিন, সহকারি জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম তৈফিকুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক, সচিব মোশাররফ
হোসেন ফারুক প্রমুখ। মতবিনিময় সভায় তিনদফা প্রস্তাবনা নিয়ে হাঁটা দিবসের গুরুত্ব তুলে ধরেন চাঁদপুরের অধিবাসী জান্নাতুল মাওয়া রুমা। তিনি স্কুলের পাঠ্যসূচিতে পায়ে হাঁটার উপকারিতা সম্পর্কে অন্তর্ভুক্ত করা, বছরে একবার সরকারি চিকিৎসক দ্বারা স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা ও স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বছরে দুইবার আয়োজন করার দাবিতে ইতোমধ্যে ৩৫টি জেলা সফর করেছেন। ২০১৪ সালের ১১ ফেব্রয়ারি কলকাতা প্রেসক্লাব থেকে পায়ে হেঁটে ৯দিনে ঢাকা প্রেসক্লাবে এসে হাঁটা দিবসের উপর জনমত তৈরী করেন। এখন আন্তর্জাতিকভাবে হাঁটা দিবস পালনের স্বীকৃতি লাভের জন্য পর্যায়ক্রমে ৬৪টি জেলায় জনমত তৈরিতে মতবিনিময় করছেন তিনি। বেসরকারি সংগঠন হেল্প ফর ইউ এর উদ্যোগে জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।