তুষার হাবীব, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া-বৈঠাপাড়ায় জমি চাষ করা ও ইট টানা অবৈধ্য গাড়ি দুর্ঘটনায় মিথুন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। জানা যায়, নিহত মিথুন হরিনাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নের পার-ফলসি স্কুল পাড়ার আমিরুল ইসলামের ছেলে।স্থানায়ীরা সাংবাদিকদের জানান যে, ২৬ মে বিকাল ৩ টার সময় বলরামপুর-বৈঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হরিনাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ড্রাইভারের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা আরও সাংবাদিকদের জানান, হরিণাকুণ্ডু উপজেলা মোড় থেকে ট্যাক্টর-টি বোয়ালিয়া ইট ভাটার উদ্দেশ্য ফিরছিলেন। পথে বৈঠাপাড়া-বলরামপুর পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী মোটরসাইকেলের সাইড দিতে গেলে ট্যাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় গাড়ির নিহত মিথুন গাড়ির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই চালক মিথুন সেখানেই মারা যায়। এখন পার-ফলসি গ্রামে নিহত মিঠুনের বাড়িতে শোকের মাতম চলছে।