বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ১২ পর্যটক আহত

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ১২ পর্যটক আহত হয়েছে । আজ ৩ জুন শুক্রবার বিকাল ৩ টার দিকে টুরিষ্টদের বিভিন্ন স্পট ঘুরিয়ে নিয়ে বান্দরবান আসার সময় সাতমাইল নামক স্থানে বেপরোয়া গতিতে গাড়িটি ব্রেক ফেল করে । এই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবান থেকে থানচি যাওয়া মাল বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে , এতে চান্দের গাড়িতে থাকা ১২ জন টুরিস্ট আহত হয়।

আহত টুরিষ্টরা হল শাহিদা (২৪), শারমিন আক্তার (২৮), হালিমা আক্তার (২০), সাব্বির (১৬), আলমগীর (৩০), তাসলিমা (২০), সাইদুল ইসলাম (২৮), ঝুমুর আক্তার (১৬), মানিক মিয়া (৪০), সাখাওয়াত (২৬), শামীম (৩২), নাসমিন(২২) । আহত ব্যক্তিরা সময় কুমিল্লা জেলার বাসিন্দা।

টুরিস্টরা জানান তারা ৪৩ জনের একটা টিম ৩ টি গাড়ি নিয়ে বান্দরবানে বেড়াতে আসেন। তারা আজ বিকাল তিনটার দিকে চান্দের গাড়ি নিয়ে বান্দরবান জেলার থানচি উপজেলা ভ্রমণ করার উদ্দেশ্যে বান্দরবান সদর থেকে রওনা করেন। পথিমধ্যে সাতমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে তারা বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেন।

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত ২
Comments (0)
Add Comment