রফিকুল ইসলাম সুইট : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষে পাবনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্মরণকালের এই সমাবেশে জেলার অধিকাংশ শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করে। সবার একটাই দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রান নাশের হুমকির তীব্র প্রতিবাদ জানানো হয় এই সমাবেশ থেকে। সমাবেশ শেষে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন কে আরো বেগবান করতে জেলা কমিটি গঠন করা হয়। জেলা শাখার সভাপতি হয়েছেন অধ্যক্ষ মো. মেনহাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ মো. সুজন মাহমুদ, প্রচার সম্পাদক হয়েছেন এসএম মাহবুব আলম।
রোববার সকালে পাবনা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনিুষ্ঠিত হয়।
পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মেনহাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজন মাহমুদ এর পারিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সচিব শাহজাহান আলম সাজু।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি তোসলিম হাসান সুমন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সহসভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেলিম উল্লাহ সেলিম, হাজী জসীম উদ্দিন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আশারাফুল ইসলাম, শামসুল হুদা কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম বাবু, নাজিরগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, সিটি সহকারী অধ্যাপক মো.সাইফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি শাহজাহান সাজু বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাসী, যাদের মধ্যে দেশ প্রেম আছে, অন্যায়ের প্রতিবাদ করবে, শিক্ষকদের মর্যাদার লড়াইয়ে কাজ করবে তারাই স্বাধীনতা শিক্ষক পরিষদ করবে। চাকুরীর নিরাপত্তা এবং মর্যাদার জন্য শিক্ষাকে জাতীয় করণ চাই। যারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রান নাশের হুমকি দেয তাদের প্রতিহত করবে শিক্ষক সমাজ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শিক্ষাকে জাতীয় করণের বিকল্প নাই।