মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) থেকে : ১৫ জুন চন্দ্রঘোনা ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। কাপ্তাই উপজেলাধীন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মিলন বিজয় হয়েছেন। তিন হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা আনারস মার্কায় ভোট পেয়েছেন ২ হাজার ৬৬টি। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪৮৮ ও নারী ভোটার রয়েছে ৪হাজার ৬৭২জন। বুধবার (১৫ জুন) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এই ফল ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, সারাদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।এ নির্বাচনে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী দুই জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে দুই ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।