মাহফুজ আলম, কাপ্তাই রাঙামাটি প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেলেন কাপ্তাই উপজেলার শিলছড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ জুবেদ আলী (৮২)। রবিবার (২৬ জুন) ভোর ৪ টা দিকে ট্রেন যোগে সিলেট থেকে কাপ্তাই আসার পথে অসুস্থ জনিত কারণে চলন্ত ট্রেনে মৃত্যু বরন করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন, এর পরে রেলওয়ে কর্তৃপক্ষ বীর মুক্তিযুদ্ধা মোঃ জুবেদ আলী মরদেহটি চট্টগ্রাম রেল পুলিশের আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করলে মুক্তিযোদ্ধার মরদেহটি কাপ্তাই নিয়ে আসা হয়।
জানা যায়, তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ জন কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কাপ্তাই উপজেলা ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিলছড়িস্থ বাসিন্দা ছিলেন। আজ রবিবার বিকেল সাড়ে ৫ টা দিকে শিলছড়িস্থ পুরাতন জামে মসজিদ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহানও কাপ্তাই থানা ইনচার্জ জসিম উদ্দিন এবং কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শাহাদাত হোসেন থেকে মরহুম বীর মুক্তিযুদ্ধা ‘কে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন এর পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের উপস্থিতিতে কাপ্তাই থানা এসআই মোঃ আশরাফ এর নেতৃত্বের পুলিশ বীর মুক্তিযুদ্ধা’কে গার্ড অফ অনার প্রদান করেন। পরবর্তীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে শিলছড়িস্থ পুরাতন জামে মসজিদ কবরস্থানে মরহুম বীর মুক্তিযুদ্ধার দাপন সম্পন্ন করা হয।