বাঘইল স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ঈশ্বরদী উপজেলা পাকশী ইউনিয়নে বাঘইল গ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য বাঘইল স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে শোক ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এরপরে প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনী তুলে ধরেন শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান,অশোক কুমার কুন্ডু, নুরুল্লাহ হেলাল,সহঃ প্রধান শিক্ষক কাজলী খাতুন , সহকারী শিক্ষক আকমল হোসেন, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম পরাগ, সহকারী শিক্ষিকা খায়রুন নাহার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।পরে বিদ্যালয়ের আঙ্গিনায় আম গাছের চারা রোপন করা হয়।

বাঘইল স্কুল এন্ড কলেজবাঘইল স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
Comments (0)
Add Comment