ওয়েব পোর্টাল আপডেট রাখতে হবে –জেলা প্রশাসক

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, টেকসই উন্নয়নে জনসেবা, জবাবদিহিতা এবং স্বচ্চতা বাড়াতে ওয়েব পোর্টালের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। তথ্য প্রযুক্তির যুগে মানুষ বিভিন্ন তথ্য দ্রুত পেতে ওয়েব পোর্টাল ব্যবহার করে। সরকারি তথ্য পাওয়া নাগরিক অধিকার। সরকারের এই তথ্য পাওয়ার অন্যতম মাধ্যম ওয়েক পোর্টাল ও সিাটরজন চার্টার। সরকারের বেশ কিছু তথ্য স্বপ্রনোদিত হয়ে দেওয়া আমাদের দায়িত্ব। উন্নয়ন ও জনস্বার্থে সব প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল আপডেট রাখতে হবে।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রোববার পাবনা জেলা সমন্বয় কমিটির মাসিক সভা তিনি এসব কথা বলেন। পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সভাপতিত্বে সভায় অংশ গ্রহন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সদও হাসপাতাল সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশদুল কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গণপুর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান রহমান মন্ডল, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তানভির রহমান, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা আকতার রেইনা, জেল সুপার নাসির উদ্দিন প্রধান, পাবনা নাসিং কলেজের অধ্যক্ষ মাহবুবা খাতুন, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার প্রমূখ ।

 

পাবনা জেলা প্রশাসক
Comments (0)
Add Comment