পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবন নির্মাণের জন্য দুই শতক জমি দান করলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক প্রফেসর কমল কৃষ্ণ কুন্ডু। পিতা স্বর্গীয় শ্রী কৃষ্ণদাস কুন্ডুর স্মরণে চাটমোহর পৌরসভা মৌজার আফ্রাতপাড়া শাপলা সংঘ সংলগ্ন এলাকায় এই জমি দান করেন তিনি।
তার পরিবারের পক্ষে নুরুল হক ভুট্টু শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ব্যবসায়ী সমিতির নেতাদের জায়গার দখল বুঝে দেন। এ সময় ব্যবসায়ী সমিতির সদস্যরা উক্ত প্লটে চাটমোহর ব্যবসায়ী সমিতির সাইনবোর্ড স্থাপন করেন।
সাইনবোর্ড স্থাপনকালে চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টুর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সহ সভাপতি আলহাজ¦ মোজাম্মেল হক, সাবেক পৌর কাউন্সিলর নুরুল হক ভুট্টু, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এস এম হাবিবুর রহমান, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, কমল কৃষ্ণ কুন্ডুর ভাতিজা সত্যজিৎ কুন্ডু।
এ সময় সমিতির সহ সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ নান্টু, বানিজ্যিক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ রান্টু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক রবিউল ইসলামসহ কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোখলেছুর রহমান বিদ্যুৎ জানান, চাটমোহর ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবন নির্মাণের জন্য ২ শতক জমি দান করেছেন ডাক্তার কমল কৃষ্ণ কুন্ডু। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আশা করছি সুবিধামত সময়ে এ স্থানে চাটমোহর ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবন নির্মিত হবে এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, ডাক্তার কমল কৃষ্ণ কুন্ডু (কে কে কুন্ড) গত করোনার সময় চাটমোহর উপজেলার কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। সবসময় চাটমোহরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সর্বশেষ কিছুদিন আগে তার নিজস্ব জায়গায় মন্দির সহ মির্জা মার্কেট থেকে শাপলা সংঘ পর্যন্ত রাস্তা নির্মাণ করে দিয়েছেন। এতে পৌর সদরের অনেক মানুষ উপকৃত হয়েছে।