মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে মঙ্গলবার বিকেলে বিবৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের উপর সন্ত্রাসীরা হামলা চালানোয় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গেল শনিবার সকাল ১১টার দিকে রাঙামাটি শহরের বনরূপা কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে রাঙামাটি কোতয়ালী থানা জিডি করেছিলেন হামলার শিকার মোহাম্মদ সোলায়মান। জিডি নং- ৪১৭/ ১০-০৯-২২ইং।
১০ সেপ্টেম্বর রাতে থানায় দায়ের করা জিডি মূলে জানা গেছে, “নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ সোলায়মান সকাল ১০টা ৪০ মিনিটের সময় রাঙামাটি শহরের বনরূপা কাঁচা বাজারে বাজার করতে গেলে সমতাঘাটের আগে বাজারের মোড়ে একটি মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত উপজাতি যুবক তাকে পিছন থেকে চাপা দেয়ার চেষ্টা করে। পায়ে ধাক্কা লেগে সোলায়মান রাস্তার পাশে ছিটকে পড়লে তিনি প্রাণে রক্ষা পান। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান ও মহাসচিব আলমগীর কবির। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের প্রতি। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক কে কেন্দ্র করে চলমান আন্দোলন ও পরবর্তীতে ৭ দফা নিয়ে নাগরিক পরিষদের আন্দোলনে নেতাকর্মীদের মাঝে ভীতি সৃষ্টির লক্ষ্যে চোরা গুপ্তা হামলা চালিয়ে আন্দোলন থেকে দূরে রাখার পায়তারা করা হচ্ছে। পাহাড়ের সন্ত্রাসী গ্রুপ গুলো যদি মনে করে চোরা গুপ্তা হামলা চালিয়ে আদর্শিক আন্দোলন থেকে দূরে রাখবে নাগরিক পরিষদের নেতাকর্মীদের, তা কখনো পারবে না। আগামী দিনে নেতাকর্মীরা মনোবল বৃদ্ধি করে ন্যায্য দাবি আদায়ে আরো কঠোর সংগ্রামে নামবে।