মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০২২ এ বাংলাদেশের প্রতিনিধি হয়ে ভারতে যাওয়ার যোগ্যতা অর্জন করছে সমরিতা পাল ঐশী। তার পিতার নামঃ সুভাষ পাল কানু, মাতা-শ্যামলী পুরকায়স্থ, তাদের একমাত্র কন্যা ঐশী। এ ব্যাপারে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক সুযোগ্য কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর এক আলাপ কালে জানাত চাওয়া হলে তিনি বলেন ভারত সরকারের অর্থায়নে ও ব্যবস্থাপনায় প্রতি বছর বাংলাদেশের ১০০ জন সম্ভাবনাময় তরুণকে বিভিন্ন পর্যায়ে ইন্টারভিউ’র মাধ্যমে নির্বাচন করা হয়। তাদের মধ্যে ঐশী তার মেধা ও যোগ্যতা বলে এই সুযোগটা করে নেয়ায় আমরা গর্বিত।
তিনি আরও বলেন এর আগে ২০১৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিল ঐশী। এছাড়াও ২০২১ সালে বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সে রেডিও পল্লীকন্ঠ পদক অর্জন করেছে। সমরিতা পাল ঐশী ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের মৌলভীবাজার জেলার ভলান্টিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করে আসছে।
ঐশীর এ অগ্রযাত্রা ও অনন্য ভূমিকা অব্যাহত থাকলে বাংলাদেশের সুনাম অর্জন আশান্বিত।