শুভ্র হত্যাকান্ডে অভিযুক্ত রিয়াদ চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

মেহেদী হাসান আকন্দ: গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডে অভিযুক্ত গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে তারাকান্দা উপজেলার গাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরও ৩ জনকে মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গৌরীপুর থানা পুলিশ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ শুভ্র হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এছাড়াও গ্রেফতারকৃত অপর ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে ৷

শনিবার রাতে পৌর শহরের পান মহালে অতর্কিতভাবে মাসুদুর রহমান শুভ্রসহ ৩ জনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সন্ত্রাসীরা। শুভ্রর শরীরে এলোপাথারী কুপিয়ে হাত পায়ের বিভিন্ন অঙ্গ বিছিন্ন করে সন্ত্রাসীরা। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আহত ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় জেলাব্যাপী ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মাসুদুর রহমান শুভ্রশুভ্র হত্যাকান্ডে অভিযুক্ত রিয়াদ চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার
Comments (0)
Add Comment