শেখ রাসেল পদক পেলো মৌলভীবাজারের ছেলে শৈশব সিংহ অভিনন্দনে ছেঁয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : অনন্য মেধাবী মৌলভীবাজারের ছেলে শৈশব সিংহ এবার পেলো শেখ রাসেল পদক ২০২২।তার এ সফলতাকে ঘিরে অভিনন্দনের ছেঁয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১১ অক্টোবর দুপুরে আইসিটি বিভাগ থেকে ফোনালাপের মাধ্যমে জানা যায়। আগামী ১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক সুযোগ্য কর্মকর্তা জসীম উদ্দীন। তিনি আরও বলেন এর আগে চারবার সে দেশসেরার সম্মান পেয়েছে।

বাবা শ্যামল সিংহ ও মা সূচন্দা সিনহার একমাত্র পুত্র এবং ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ছাত্র শৈশব সিংহ এর আগে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় দু’বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত দেশব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায়ও সে দেশসেরা হয়েছিলো। সর্বশেষ শৈশব শেখ রাসেল পদক পাওয়ার গৌরব অর্জন করে মৌলভীবাজারকে আবারও গর্বিত করার জন্যে অভিনন্দন জানানো হয়েছে ।

 

শেখ রাসেল পদক
Comments (0)
Add Comment