পাবনা প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” শ্লোগান বুকে ধারণ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জাতীয় শ্রমিকলীগ পাবনা জেলা শাখা।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি ফুরকান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা। এরপর সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুরু হয় আলোচনা সভা। সভা শেষে অতিথি ও নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন।
আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ পাবনা জেলা শাখার সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তৌফিক, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাবেক ছাত্রনেতা মোস্তাক আজাদ, পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদি হাসান এপ্রিল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ ডন, মোঃ বাবু শেখ, সাবেক ছাত্রনেতা তাজুল শেখ, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সহ-সভাপতি আঃ আল মাসুদ, আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সহ-দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সী, প্রচার সম্পাদক আব্দুল্লাহ্, কার-মাইক্রোবাস শ্রমিকলীগের মতিন, জয়নাল, সিএনজি শ্রমিকলীগের শিমুল, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখা শ্রমিকলীগের রনি, রিপন, জনি, রুবেল, বারিক, জাতীয় শ্রমিকলীগের সদর উপজেলা শাখার সালাম হাজী, আটঘরিয়া শাখার আইয়ুব, চাটমোহর শাখার সাখাওয়াত, জিয়া, পাবনা জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকলীগ শ্রমজীবী মানুষের সংগঠন। শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এ সংগঠন। শেখ হাসিনার উন্নয়নে ধারা বাধাগ্রস্ত করার জন্য দেশ বিরোধীরা নানাদিক থেকে ষড়যন্ত্র করছে। এসময় সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। যেনো সকল ষড়যন্ত্র রুখে দেওয়া যায়। এছাড়া শ্রমজীবী মানুষের বিপদেআপদে পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার তাগিদও দেন নেতাকর্মীদের। এসময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগের জেলা, উপজেলা, সিবিএ ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ইউনিট ও ইউনিয়নের নেতৃবৃন্দ।