রফিকুল ইসলাম সুইট : পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮ আগষ্ঠ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮ টায়, ৮. ৪৫ মিনিটে রাসেল পার্কে পুষ্পার্ঘ অর্পণ, ৯ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ১০ টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভার্চুয়ায়ি যোগদান, বাদ জোহর কাচারী মসজিদে দোয়া মাহফিল, বিকেলে ষ্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগীতা, বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান এর সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেল সুপার নসির উদ্দিন প্রধান, চেম্বার্স অব কর্মাসের সভাপতি সাইফুল ইসলাম চেšধরী, সহ সভাপতি আলী মর্তুজা বিশ^াস সনি, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা পৌর সভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, আওয়ামী লীগ নেতা বিজয় ভ’ষন রায়, শাজাহান মামুন, শেখ রাসেল ও শিশু কিশোর পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি প্রমূখ।