রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এক প্রজ্ঞাপনে জানিয়েছেন “ নো মাস্ক- নো সার্ভিস”। এই কর্মসুচী বাস্তবায়নে সরকারি বেসরকারি দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী, আগত সেবাগ্রহীতাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। সকল দপ্তরের সামনে মাস্কবিহীন প্রবেশ নিষেধ করার জন্য বলেছেন। জেলা প্রশাসক বলেছেন আসন্ন শীতে কোভিট ১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলার লক্ষ্যে এই কর্মসুচী বাস্তবায়ন করতে হবে। জেলার সকল মানুষকে মাস্ক পরিধান করতে হবে। কোভিট ১৯ প্রতিরোধ কমিটি মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।