পাইকগাছায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শহীদ সন্তান মন্টু চেয়ারম্যান নির্বাচিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নজিরবীহিন নিরাপত্তার মধ্যে দিয়ে চেয়ারম্যান পদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীক) প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি’র (ধানের শীষ) প্রার্থী ডাঃ আব্দুল মজিদের ভরাডুবি ঘটেছে।মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটা কেন্দ্রে ভোটের কাজে নিয়োজিত প্রশাসনের সকল স্তরের মহড়া ছিল চোখে পড়ার মত। তবে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট-৭৯ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত বেসরকারী ফলাফলে জানাগেছে নৌকা প্রতীকে আনোয়ার ইকবাল মন্টু পেয়েছেন ৭৪ হাজার ৬৭৩ ভোট এবং ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ২ হাজার ৯৬১ ভোট। উপজেলা নির্বাহী অ্ফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান মঙ্গলবার অনুষ্ঠেয় উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হয়েছে। ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারীতে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য আনোয়ার ইকবাল মন্টু উপজেলা আ’লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর সাবেক এমএনএ শহীদ এমএ গফুর এর জৈষ্ঠ পুত্র। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মন্টু এ বিজয়কে শহীদ পিতা ও উপজেলা বাসির উদ্দেশ্য উৎসর্গ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পক্ষান্তরে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুণঃ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী ডাঃ আব্দল মজিদ ।

পাইকগাছাপাইকগাছায় উপজেলা পরিষদপাইকগাছায় উপজেলা পরিষদ খুলনাপাইকগাছায় উপজেলা পরিষদের উপ-নির্বাচন
Comments (0)
Add Comment