পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনকে বহিস্কার এবং সম্পাদক আব্দুল কাদেরের মৃত্যুজনিত কারণে উভয়পদে কেন্দ্রীয় নির্দেশে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন; উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রী অনিল কুমার সাহা সভাপতি ও যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ দুলাল সম্পাদক।
পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনকে সভাপতির পদ থেকে বহিস্কার এবং সম্পাদক আব্দুল কাদেরের মৃত্যুজনিত কারনে উভয় পদ শুন্য হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নির্দেশে উপরোক্ত দুইজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের দলীয় সকল কর্মকান্ড পরিচালনার নির্দেশনা দেয়া হয়।
প্রসঙ্গত, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করার ঘটনায় কেন্দ্রীয় নির্দেশনায় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে আব্দুল বাতেনকে বহিস্কার করা হয়। পরে পৌরসভার মেয়রের পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়। ইউএনও লাঞ্ছিতের ঘটনায় বহিস্কৃত মেয়রের বিরুদ্ধে ইউএনও বাদী হয়ে মামলা দায়েরও করেছেন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক রয়েছেন। অপরদিকে বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার পর দলীয় পদ ও চেয়ারম্যান পদ শুন্য হয়েছে।