এস এম রিমন হোসেন,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঈশ্বরদীর কৃতি সন্তান, ঈশ্বরদী সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ হেলাল উদ্দিন । বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার চতুর্বাষিক সম্মলনে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিনি পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃতঃ আজহার আলীর কৃতি সন্তান । তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলার বিভিন্ন সংগঠন। তিনি জেলা সহ সকল উপজেলার নেতৃবৃন্দদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি উপজেলার পাশাপাশি জেলার সাধারণ সম্পাদক পদের এই গুরু দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছেন।
শনিবার(১৭-ডিসেম্বর) সকাল ১১:০০ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার যাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পাবনার অভিজাত পিসিসিএস কমিউনিটি সেন্টারে চতুর্বাষিক
সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা।
জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিলরদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে শিক্ষক নেতা রবিউল ইসলাম (চাটমোহর) ও শিক্ষক নেতা হেলাল উদ্দীন (ঈশ্বরদী) সমিতির আগামী ৪ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।