মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি)থেকে : কাপ্তাই বাদশা মিয়ার টিলায় বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে একাধিক সংস্থা । সোমবার সকাল থেকে ঘটনাস্থলে যান পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা। তারা জানান পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে বিস্ফোরিত প্রস্তুতি কি ছিল?
কাপ্তাই উপজেলার বাদশা মিয়ার টিলা নামক স্থানের একটি বাড়িতে রোববার সন্ধ্যায় ঘটে এ বিস্ফোরণের ঘটনা । এতে গৃহকর্তা ইসমাইল হোসেন,ছেলে রিফাত নিহত হয়েছেন। গুরুতর আহত হন ইসমাইলের স্ত্রী সকিনা বেগম, তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে স্থানীয়দের ধারণা বিস্ফোরিত বস্তুটি গ্রেনেড বা বোমাজাতীয় কিছু হতে পারে, কেননা জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া একটি বস্তু রান্নাঘরের চুলার পাশে রাখা হয়েছিল।আগুনের তাপে সেটি বিস্ফোরিত হয়। এব্যাপারে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ শাহিনুর রহমান শাহিন জানান বিষয়টি স্পর্শকাতর নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে এর মূল আসল ঘটনার বিস্তারিত জানা যাবে। বর্তমানে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম কাজ করছে।