পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন। নিহত আসিফ হোসেন (২১) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বুলবুল হাসনাতের ছেলে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুকার স্যানাল জানান, মঙ্গলবার দুপুরে আসিফ হোসেন মোটরসাইকেল যোগে পাবনা শহরের দিকে যাচ্ছিল। মোটর সাইকেলটি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাত মাইল নামক স্থানে পৌছালে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করে। অপর জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ওসি আরো জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Comments (0)
Add Comment