কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের অভাবনীয় সাফল্য

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার কাপ্তাই বি এন স্কুল এন্ড কলেজের অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ২০২২ এ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কাপ্তাই উপজেলার বিএন স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১শ’ ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। বুধবার ( ৮ ফেব্রুয়ারি ) ২০২৩ এ প্রকাশিত এইচএসসি’র ফলাফলে শতভাগ পাস করে এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বলে নিশ্চিত করেন কাপ্তাই বি এন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এবার কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে ১শ’ ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করেছে।

এই শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। এবং ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।অপরদিকে, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমেদ শাহজালাল ( শিক্ষা) বিএন ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, এবছর এইচএসসিতে অংশ নেওয়া ১শ’ ৫১ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এবং বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া মানবিক বিভাগে ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন জিপিএ-৫ অর্জন করেছে।

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ
Comments (0)
Add Comment