পাবনা প্রতিনিধি : মুজিব বর্ষের মূলমন্ত্র -কমিউনিটি পুলিশিং সর্বত্র এই শ্লোগান নিয়ে পাবনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে আজ সকালে পাবনা পুলিশ লাইন গেট থেকে এক র্যালী বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিন করে । র্যালী শেষে পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয় । ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রদত্ত কমিউনিটি পুলিশিং ডে ২০২০ সম্মাননা কমিউনিটি পুলিশিং কার্যক্রম অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ আমিনপুর থানার মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোছা: আনোয়ারা আহমেদ কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্বারক প্রদান করেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম । এর আগে ২০১৭ সালে মোছা: আনোয়ারা আহমেদ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্বারক পেয়েছিল ।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় বক্তারা সমাজকে অপরাধী মুক্ত করতে জন সাধারনকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে অনুরোধ জানান। সকলের সম্মিলিত উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ উপহার দিতে সকলকে নিজ নিজ পরিসর থেকে কাজ করে যাবার আহবান জানানো হয় অনুষ্ঠানে। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতিকে এগিয়ে দিয়ে সমাজ ও দেশকে অপরাধমুক্ত করার প্রত্যয় ঘোষনা করা হয় অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাপ্রমূখ বক্তব্য দেন।