নিজস্ব প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করে বেড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের এর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান প্রয়াত বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সহধর্মিনী রওনাক জাহান রানু । আজ নিজ বাড়ি থেকে কাশিনাথপুর জিড়ো পয়েন্ট পর্যন্ত এক বিশাল মিছিল এবং পথসভায় অংশগ্রহণ করে তিনি একথা বলেন ।
রওনাক জাহান রানু বিডি২৪ ভিউজ কে জানান, আমার প্রয়াত স্বামী দীর্ঘ ৫০ বছর আওয়ামী লীগের রাজনীতির জন্য নিবেদিত ছিলেন । তিনি ছিলেন দেশপ্রেমিক যোদ্ধা। আমি ও আমার সন্তান এবং আত্মীয়-স্বজন গর্ববোধ করি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, সন্তান ও স্বজন হতে পেরে। আমার স্বামী জনগণের কথাই চিন্তা করতেন সবসময়। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বারবার তিনি নির্বাচিত হয়েছেন। তিনি সকল শ্রেণি পেশার মানুষের ভেতরে মিশে যেতেন। বিপদে আপদে যে কোন সময় আমার স্বামীকে বেড়া উপজেলার মানুষ কাছে পেয়েছেন। রওনাক জাহান রানু বলেন, আমার দুটি ছেলে সন্তান। বড় ছেলে শারীরিক প্রতিবন্ধি (জন্মগতভাবেই কব্জি থেকে দুটো হাত নেই)। এখন দুই এতিম সন্তানকে নিয়েই আমার পথচলা। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত, পরীক্ষিত একজন নেতার স্ত্রী। এতিম দুটি সন্তানের মা হিসেবে দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে স্বামীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তার ভালোবাসা চাই। চাই দলীয় মনোনয়ন।