কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল আমল রাসেল সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ কুড়িগ্রাম-৩ আসনে সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মরিরুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, প্রেসক্লাব উলিপুর এর সদস্য সচিব আল এনায়েত করিম রনি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব আলী মোল্লা, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রুবেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা। এসময় তিনজন সফল যুবক, উদ্যোক্তা ও সংগঠককে ক্রেস্ট ও চারজনকে ৫০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থী যুবক-যুবতির মাঝে সনদপত্র বিতরণ করা হয়।