পাবনায় বিনম্র শ্রদ্ধায় জেলা ছাত্রলীগের জেলহত্যা দিবস পালন

পাবনা প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচীর মধ্যদিয়ে পাবনায় জেলা ছাত্রলীগের ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এবং বাদ যোহর সরকারি এডওয়ার্ড কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার বিদেহ আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সহ -সভাপতি সাদ্দাম হোসেন, সহ -সভাপতি মোঃ জুনায়েদ উদ্দিন জনি, ,সহ- সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি সেজান রেজা কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহম্মেদ, কৌশিক আহম্মেদ, রাশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, তুষার বিশ্বাস, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মীর ফজলে এলাহি ওয়াকিল, উপ- ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মিলন হোসেন, পাবনা পৌর ছাত্রলীগের সভাপতি কাজী আতিকুর রহমান তুষার ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল মিয়া শান্ত, ভাঁড়ারা (৭,৮,৯) ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদ আহমেদ সাজিদ, ছাত্রনেতা পিয়াস ইমরান, আশরাফুল আলম শৈবাল, সামিউল ইসলাম, শরিফুল ইসলাম, মোঃ মুরাদুজ্জামান শৈশব, মমিনুর ইসলাম প্রমুখ।

জেলা ছাত্রলীগ নিউজপাবনা জেলা ছাত্রলীগ নিউজ
Comments (0)
Add Comment