মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌর এলাকায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ভাতা প্রাপ্ত উপকারভোগীদের নিয়ে হেল্থ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ২০১৯-২০ অর্থ বছরে গাংনী পৌরসভার ৯ ওয়ার্ডের ৬শ জন কর্মজীবি নারীদের নিয়ে তিন দিনব্যাপী হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফারহানা ইয়াসমিন। এসময় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। ক্যাম্প উদ্বোধনকালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুন্নাহার উপস্থিত সুবিধাভোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।