আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।
হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ’ ৭৪জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. টন চাল বিতরণ করা হবে ৷
চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মনজুরুল আলম, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, ইউপি সদস্য শামসুল হক, ইউপি সচিব হারুন আর রশিদ, হিসাব সহকারী আনোয়ার পারভেজ, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সবুজ মিয়া প্রমুখ।
জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৩ হাজার ২শ’ ৩৪জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।