‘২ বছরেই সাহসী সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা’

নিজস্ব প্রতিনিধি : ‘পথচলার মাত্র দুই বছরেই সাহসী সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা। সারাদেশের স্থানীয় দৈনিক স্লোগানটি মানুষের কাছাকাছি যেতে পেরেছে। রক্ষচক্ষুকে উপেক্ষা করে বিজ্ঞাপন নির্ভর না হয়ে সংবাদ নির্ভর করে যে একটি পত্রিকা পাঠকের ভালবাসায় টিকে থাকতে পারে তার অনন্য উদাহরণ আজকের পত্রিকা।’

আজকের পত্রিকার দুই বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় পাবনায় আয়োজিত আলোচনা সভায় এমনই মতামত ব্যক্ত করেন বক্তারা। র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় উত্তরের এই জেলায়। এতে সাংবাদিক, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নেন।

দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে থেকে সবার অংশগ্রহণে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি হোটেলের চতুর্থ তলায় সোনার বাংলা মা একাডেমী মিলনায়তনে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং পাবনায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উন্নয়নকর্মী কামাল সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, আজকের পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, আহমেদ উল হক রানা, বর্তমান সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডেইলী অবজারভার প্রতিনিধি ড. নরেশ মধু, নিউ এজ প্রতিনিধি মাহফুজ আলম, একুশে টিভি ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধিদের পক্ষে ঈশ্বরদী প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, এটিএন নিউজ ও দেশ রুপান্তর প্রতিনিধি রিজভী জয়।

বক্তারা বলেন, বাজারে বেশকিছু নতুন পত্রিকা এসেছে। কিন্তু আজকের পত্রিকা আলাদাভাবে তাদের জাত চিনিয়েছে। সংবাদে বৈচিত্র, নিজেদের স্বতন্ত্র ধারা বজায় রেখে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠক মহলের মন কেড়েছে। পরিবারের সবাইকে নিয়ে পত্রিকাটি পড়া যায়। কোনো খারাপ বা বিভৎস ছবি ব্যবহার করা হয়না। এটি একটি ভাল দিক। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক টিভির প্রতিনিধি জি কে সাদী, দৈনিক আজকের ইতিহাস সম্পাদক আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, ডেইলী স্টারের নিজস্ব প্রতিবেদক আহমেদ হুমায়ুন কবির তপু, প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার উল্লাস, যমুনা টেলিভিশনের প্রতিনিধি কলিট তালুকদার, একাত্তর টেলিভিশন ও সময়ের আলো প্রতিনিধি মুস্তাফিজ রাসেল, ডিবিসি প্রতিনিধি পার্থ হাসান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আরটিভি ও নিউ নেশন প্রতিনিধি আবুল কালাম আজাদ, যায়যায়দিন প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, বাংলা ট্রিবিউন ও করতোয়া প্রতিনিধি পাভেল মৃধা, কালের কন্ঠ প্রতিনিধি প্রবীর কুমার সাহা, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, ঢাকা ট্রিবিউন ও জিটিভি প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী, ডেইলী মর্নিং টাচ প্রতিনিধি মনিরুজ্জামান শিপন, সময় টেলিভিশন প্রতিনিধি সবুজ মোল্লা, এশিয়ান টিভির প্রতিনিধি ফজলুল হক, ডেইলী সান প্রতিনিধি পারভীন সরকার, ঢাকামেইল প্রতিনিধি শামসুল আলম, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, নবী নেওয়াজ, জনবানী প্রতিনিধি পলাশ হোসাইন, আজকের পত্রিকার চাটমোহর প্রতিনিধি শুভাষীশ ভট্টাচার্য তুষার, সাঁথিয়া প্রতিনিধি আবুল কাশেম, আটঘরিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রানা, ভাঙ্গুড়া প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক প্রমুখ।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন অতিথিরা। একে অপরকে কেক খাওয়ানো ও মিষ্টি মুখ করানো হয়।

আজকের পত্রিকা
Comments (0)
Add Comment