আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ জুডিসিয়াল কর্মচারী এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও তিনদফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেছে। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি হসত্মানত্মর করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় উপদেষ্ঠা শাহ আলম, জেলার সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। কেন্দ্রীয় উপদেষ্টা শাহ আলম জানান, দেশের অধ:সত্মন আদালতের সহায়ক কর্মচারিদের অভিন্ন নিয়োগবিধি এবং জুডিসিয়াল সার্ভিসের সহায়ক কর্মচারি হিসেবে অনত্মর্ভূক্তিসহ সকল বস্নক পদ বিলুপ্তি করে যুগোপযোগী পদ সৃজন, স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ জুডিসিয়াল কর্মচারী এসোসিয়েশন দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবরে এই তিনদফা দাবি সম্বলিত স্মারকলিপিটি হসত্মানত্মর করে।