নিজস্ব প্রতিনিধি : ৭৫ সালে বঙ্গবন্ধু কে হত্যার মাধ্যমে দেশী বিদেশি খুনিচক্র এ দেশের উন্নয়ন ধারা বাধাগ্রস্থ করতে চেয়েছিলো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নব উদিত সূর্য স্তম্ভিত করতে চেয়েছিলো। তাই শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের এই ঋণ শোধ হবে বলে মন্তব্য করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদীর রুপপুর মোড়ে ডিজিটাল বুলেটিন স্ক্রীন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশ এখন স্মার্ট বাংলাদেশের মহাসড়কে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর এ দায়িত্ব নিতে হবে আঃলীগ নেতাকর্মীদের।
পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আঃলীগের সহ সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ্, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, পাকশী ইউনিয়ন আঃলীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
উল্লেখ্য, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টুর উদ্যোগে রুপপুর মোড়ে পাবনা জেলায় প্রথম এ ডিজিটাল বুলেটিন স্ক্রীন প্রতিষ্ঠা করা হলো।