আফ্রিদি মিঠুন (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধিবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।
এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হুসাইন।
উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদ, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইইরুল ইসলাম বাসিদ, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল হক, একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন আলাল, মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খানসহ উপজেলার সকল স্তরের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।