মেহেদী হাসান আকন্দ: স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ। সাধারণ ভোটারদের মাঝে নিজকে উজাড় করে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। ভোটারদের স্বপ্ন দেখাচ্ছেন নির্বাচিত হলে তারা কিভাবে নাগরিক সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিবেন।
১৩নভেম্ব শুক্রবার বিকালে নেত্রকোণার সদর উপজেলার ১নং মৌগাতী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মারাদিঘী গোলাম হুসেন উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রানেশ চন্দ্র সরকার শতাধিক মটরসাইকেল শোভা যাত্রা দিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
মারাদিঘী গোলাম হুসেন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম খেলার মাঠ থেকে শোভা যাত্রা শুরু করে চুঁচুঁয়া বাজার, মৌগাতী বাজার, আসনউড়া বাজার ও হাটখলা বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ছাত্রলীগের মাধ্যমে আমার রাজনীতিতে হাতেখড়ি। আমি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক। তাছাড়াও মারাদিঘী গোলাম হুসেন উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। এলাকার প্রতিটি ঘরে ঘরে আমার স্নেহাস্পদ ছাত্র-ছাত্রী ও অভিভাবক রয়েছে। সবার সহযোগীতায় দলীয় মনোনয়ন নিয়ে আগামী নির্বাচনে অংশ নিবো।
মৌগাতী ইউনিয়নে আরোও সম্ভাব্য প্রার্থী যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজার রহমান আবুনী, সাবেক বিএনপি নেতা সম্প্রতি আওয়ামীলীগে যোগ দেওয়া সাবেক চেয়ারম্যান আবুল ফজল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সারওয়ার জাহান তুহিন ও আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী যুবলীগ নেতা সাকাওয়াত হোসেন রাজন।