পাবনা প্রতিনিধি : পাবনায় র্যালী আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর ) সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ এর সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, ইমাম গাজ্জামী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, সহকারী কমিশনার শারমিন আক্তার, সহকারী কমিশনার ফারিস্তা করিম, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম , সদর উপজেলা স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বৈশাখী, মাওলানা শাকুর জিহাদী প্রমূখ।
সভায় বক্তারা বলেনম জন্ম নিবন্ধন একটি বিশাল সমস্যা । এই সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।