ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট জেলা প্রতিনিধি : চলে গেলেন দেশের আর এক অগ্রগন্য নক্ষত্র।ঘাতকদের দ্বারা স্বামী হরা হয়ে দীর্ঘ্য দিনের একাকিত্বকে পাশ কাটিয়ে অনেকটা অভিমান নিয়ে ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য শেখ হেলাল উদ্দিন এম,পির মাতা ও বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এম,পির দাদী রিজিয়া নাসের বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রয়াত বেগম রাজিয়া নাসেরের ৫ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। মেঝ ছেলে শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। সেঝ ছেলে শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। বাকি দুজন হলেন- নৌপরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু। দুই মেয়ে শেখ তাহমিনা মিনা, শেখ লুনা গৃহিনী। তার নাতী শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
দলীয় সূত্রে জানা গেছে, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী বেগম রাজিয়া নাসের স্বামীর রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। ওইদিন শেখ আবু নাসেরও খুন হন। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রতিকূল পরিবেশে তিনি ৫ ছেলে ও ২ মেয়েকে আগলে রেখেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মি সহ সকল উপজেলা নেতৃবৃন্দ।