নিজস্ব প্রতিনিধি: পাবনা শহরের ঐতিহ্যবাহী জয়কালী বাড়ী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পঞ্চমীতে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা জয়কালী বাড়ী মন্দির প্রাঙ্গণে দেশীয় সংঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হয়।
এসময় শহীদ টিংকুর বৌদি ডলি দে সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও মন্দিরের সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, সাধারণ সম্পাদক প্রলয় চাকী, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশিষ দে, সত্য নারয়ণ শেঠ, কবি করণাপ্রসাদ দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘আমাদের এই উৎসবে আমাদের সকল বীর সন্তানদের শ্রদ্ধা জানাই। প্রতিবছরই দুর্গাপূজার পঞ্চমীতে আমরা জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানাই। যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদের এই বিজয়-এই স্বাধীনতা সেই সকল বীর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।