নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শ্যামপুরে আলোচি প্রতারনা ও দর্ষণ চেষ্টা মামলার অন্যতম আসামি ষেশ রক্ষা হলনা প্রতারক রুম্মন মৃধার ২০১৯ সালের সেতুর দায়ের করা ধর্ষন চেষ্টা মামলা ১৭ ইং তারিখ রুম্মন হাজির হতে গেলে আদালত তাকে কাসটুরি দিয়ে জেলে হাজতে প্রেরন করেন । বিগত দিন ধরে রুম্মন প্রশাষনের নাকের ডগায় শ্যামপুর বালুর মাঠে দাপটে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে। তার সাথে জরিত রয়েছে ত্রলাকার মাদক ব্যাবসাই, নামধারি কিছু চাদাবাজ,ভূমি দস্যু,শীর্ষ নাম ধারী সন্ত্রাসীদের সাথে হাত রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে ত্রলাকায় জাল দলিলের মাধ্যমে জায়গা দখল, গৃহবধুদের ত্রকা বাসায় পেয়ে দর্ষণের চেষ্টা প্রতারনা সহ নানা অভিযোগ। তার বিরুদ্ধে ২০১৯ সালে ১১ ই সেপ্টেম বার শ্যামপুর বালুর মাঠের সেতু আক্তার নামে ত্রক গৃহবধু আদালতে দর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন ত্রবং সেতুর স্বামী লিটন মিয়া ২৭ শে আক্টোবার ২০২০ ইং তারিখ আদালতে ত্রকটি জাল দলিলের মামলা করেন বলে যানা জায়। সেতু আক্তার ও লিটন মিয়া জানায় আমরা ত্রলাকার গরিব আসহায় আমাদের দৃরবল পেয়ে আমাদের উপার রুম্মন মৃধা ত্রলাকার কিছু অসাদু লোকের সহযোগিতায় ত্রলাকা ছাড়ার পায়তারা করেন। লিটনের মামলাটি পুলিশ ব্যুর আব ইনভেস্টিগেসনে তদান্ত দিন রয়েছে।