আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি: ২০-১১-২০২০
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে পেঁয়াজ, ধানবীজ, গরু, মাদকদ্রব্যসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল আটক করেছে জামালপুর বিজিবি।
রৌমারী ও চর রাজিবপুর উপজেলার দায়িত্বে থাকা জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা গত এক সপ্তাহে (১৩ থেকে ১৯ নভেম্বর) দিন ব্যাপী অভিযান চালিয়ে রৌমারী উপজেলার সাহেবের আলগা, দাঁতভাঙ্গা, বড়াইবাড়ী, রৌমারী সদর, মোল্লারচর, খেয়ারচর ও হিজলামারী এলাকা থেকে ভারতীয় ১ হাজার ৪২১পিচ ইয়াবা ট্যাবলেট, ৪টি গরু, ৪ দশমিক ৭ কেজি পেঁয়াজের বীজ, ৭২০টি চকলেট বাজি এবং ১৫৮প্যাকেট বাংলাদেশী ধানের বীজ মালিকবিহিন অবস্থায় আটক করে। যার বাজারমূল্য ৬লক্ষ ৮১ হাজার ৯৪০ টাকা।
এ ব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদকদৃব্য রৌমারী থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে। বাংলাদেশী উচ্চ ফলনশীল ধানের বীজ সহজলভ্য হওয়ায় চোরাকারবারিরা সক্রিয় হয়েছে। সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান প্রতিরোধসহ ধানের বীজ পাচার রোধে সীমান্তে সুরক্ষা জোড়দার করা হয়েছে।