আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বীর উত্তম লেঃ সামাদের ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ভুরুঙ্গামারীতে উপজেলার জয়মনিহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী লেঃ আবু মঈন মোহাম্মদ আসফাকুশ সামাদ বীর উত্তম এর ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে তার সমাধিতে উপজেলা প্রশাসন,অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, জয়মনিরহাট শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর সেনা নিবাসের বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজ এবং বেসরকারী সংস্থা সলিডারিটির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সমাধীস্থলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র ওয়াবেন্ট অফিসার(অবঃ) আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সহঃ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গণী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা,বেসরকারী সংস্থা সলিডারিটির পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশীদ লাল।
বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী থানার ওসি মুহাম্মদ আতিয়ার রহমান,উপজেলা সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ,মেজর(অব) মোহাম্মদ শেখ ফরিদ,শহীদ লেঃ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাজিম উদ্দিন সরকার ও রংপুর সেনানিবাসের শহীদ বীর উত্তম লেঃ সামাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শহীদ লেঃ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বিএসসি।
শহীদ লেঃ সামাদ ১৯৭১ সালের ১৯ নভেম্বর মধ্যরাতে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ব্রীজের কাছে সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর ব্রাশ ফায়ারে শাহাদৎ বরণ করেন। তাঁর মরদেহ জয়মনিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।