পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৪শত ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে রবি/ ২০২০-২১ মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো ও মরিচ ফসল আবাদে সহায়তার নিমিত্ত বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অদিপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি । বক্তব্য কালে তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু রাস্তা ঘাট ,স্কুল কলেজেরই উন্নয়ন হয় নি, কৃষি ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এমপি প্রিন্স আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাঈনী,জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,সাধারন সম্পাদক তৌফিকুর আলম তৌফিক,ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম , মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা আবু সাঈদ শিখন।