ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব বিশ্বাস আর নেই

নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস আর নেই। আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার একটি বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২৮ ডিসেম্বর থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য দলীয় অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

নায়েব আলী বিশ্বাস  ঈশ্বরদী শহরের মশুড়িয়া পাড়া এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত সৈয়দ আলি বিশ্বাস।

জানা যায়, এই রাজনীতিবিদ ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

নায়েব আলী বিশ্বাস
Comments (0)
Add Comment