পাবনা প্রতিনিধি : পাবনার কষ্টিয়া-নাটোর মহাসড়কের মিরকামারি কোলেরকান্দি নামক স্থানে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল সাড়ে ৭ টার দিকে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারনা করছে।
নিহতরা হলেন- ঈশ্বরদী শেখের পাড়া এলাকার আব্দুর রউফ এর ছেলে নাসিম খান (৪৫) ও পাবনার রাধানগর এলাকার সুব্রত কুমার কুন্ডর ছেলে অমিতকুন্ড (৪০)। নিহত ও আহতরা মাইক্রোসের যাত্রী ও চালক।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আশিষ কুমার স্যানাল জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসএন পরিবহণ ঈশ্বরদীর মিরকামারি কোলেরকান্দি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পুলিশের ধারনা ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।