নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকার সরকার গ্রামকে শহরের সুবিধা প্রদান করতে নিরলসভাবে কাজ করে যাাচ্ছ । আজ সাগরকান্দি উচ্চ বিদ্যালয় হতে তালেব খাঁর বাড়ির কেয়ার রোড পর্যন্ত রাস্তার মাটির কাজের উদ্বোধন অনুষ্ঠানে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় সাগরকান্দি উচ্চ বিদ্যালয় হতে তালেব খাঁর বাড়ির কেয়ার রোড পর্যন্ত রাস্তার মাটির কাজের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এসময় উপস্থিত ছিলেন সাগরকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী,সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এছাড়া সাংসদ আহমেদ ফিরোজ কবির বারভাগিয়া গ্রামের ফসলী মাঠের জলাবদ্ধতা নিরসনে জনগনের সাথে মাঠে নেমে সমস্যা নিরসনে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন । কৃষিবান্ধব, জনগনবান্ধব সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষকদের সমস্যা সমাধানের যে ঐকান্তিক প্রচেষ্টা সেটা বাস্তবায়নে কাজ করে যাবেন বলে জানান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ।
এছাড়াও সাংসদ আহমেদ ফিরোজ কবির ব্যাক্তিগত তহবিল থেকে মানিকহাট মাদ্রাসার জন্য মাইকসেট বিতরণ করেন ।