কুড়িগ্রামে মাদ্রাসা কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ দারুস সুন্নত ফাযিল (স্নাতক) মাদরাসা’র গভর্ণিং বডি’র কমিটি নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পত্রপত্রিকায় প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষক ও গভর্ণিং বডি’র প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জায়েদুর রহমান জানান, করোনা ভাইরাস মহামারীর কারণে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ফাজিল ও কামিল মাদরাসার গভর্ণিং বডি/এডহক কমিটির মেয়াদ ২৫ মার্চ ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করে আদেশ জারী করা হয়েছে। এছাড়াও সংশোধিত একটি আদেশ জারী করায় মো. শাহ আলম ও মো. আব্দুল মোত্তালেব গভর্ণিং বডি’র আইনত: কোন সদস্য নহেন। তারা এই প্রতিষ্ঠানের নামে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারে লিপ্ত হয়েছেন। বৈধ গভর্ণিং বডি’র মাধ্যমে বিধি মোতাবেক একজন উপাধ্যক্ষ, একজন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ও একজন আয়া নিয়োগের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগের বিষয়টি ছড়িয়ে দেয়া হয়েছে। বেসরকারি মাদরাসায় স্নাতক পাশ ছাড়া গভর্ণিং বডি’র সভাপতি হতে পারবেন না। এমন নিদের্শনা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জারি করেননি। ফলে সম্পূর্ণ অবগত না হয়ে মিথ্যা বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয় গত তিন বছরে অত্র প্রতিষ্ঠানে কোন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়া হয় নাই। ফলে গত ৩বছরে অধ্যক্ষসহ ১৪জন শিক্ষক-কর্মচারি নিয়োগ দিয়ে ৭০/৮০ লক্ষ টাকা উৎকোচ বাণিজ্যের অভিযোগ কল্পনাপ্রসূত ছাড়া আর কিছুই নহে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও হাস্যকর অভিযোগসমূহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পথ সুগম করতে অনুরোধ জানানো হয়।

কুড়িগ্রামে মাদ্রাসা কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Comments (0)
Add Comment