পাবনা বেড়া পৌরসভার উদ্দ্যোগে মাসব্যাপী মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বয়স ভিত্তিক হিফজ, কোরআন তেলাওয়াত, হাম, নাত ও গজল প্রতিযোগিতার সিজন (০৩) তিন এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ মার্চ সকাল ১১ টার দিকে বেড়া পৌরসভা হল রুমে পৌর মেয়র এ্যাডভোকেট এস.এম আসিফ শামস্ রঞ্জনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেকের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবাহ , বেড়া নাগরিক কমিটির সভাপতি আল-মাহমুদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, বেড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাফরউল্লাহ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের সবুজ।
বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহজালাল, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা কামাল, বেড়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী আব্দুস সালাম, বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু হানিফ, বেড়া হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সেলিম সহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।